top of page

জুম্মার নামাজের পর ঢাকা আজিমপুর কবরস্থান থেকে উঠানো জুম্মার নামাজের পর ঢাকা আজিমপুর কবরস্থান থেকে উঠ


ree

ছবিটা গত (১৪ই ফেব্রুয়ারি'২০২০) জুম্মার নামাজের পর ঢাকা আজিমপুর কবরস্থান থেকে উঠানো এমন অনেক সন্তান আছে যারা ভালোবাসা দিবস নিয়ে ব্যস্ত ছিলো । পিতা মাতার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে তাঁদের জন্য অশ্রু ছেড়ে দিয়ে শান্তি কামনা করার মত এমন সু-সন্তান পৃথিবীতে রেখে যাওয়ার ভাগ্য অনেকেরই হয়না। "রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি ছগীরা" ''হে আমার রব তাঁদের প্রতি দয়া কর যেভাবে শৈশবে তাঁরা আমাদের প্রতিপালন করেছিলেন।'' - #আমিন #collected

Comments


bottom of page